আজি বসন্তে মনের আনন্দে
আছি রঙ আবিরে ছন্দে ছন্দে
বাতাসে রঙে রঙে রঙ বাহার
গাছের ফুল দেখায় চমৎকার
আমরা খেলি হোলি মারি তালি
যৌবন জোয়ারে ভেসেই চলি।
নাই ভেদাভেদ কেবা নারী কেবা নর
কিসের আপন কিসের পর
আমরা নাচি গাই তালে তালে
যুথে যুথে রঙ খেলি সবাই মিলে।
রঙে রঙে রঙ মিশায়ে রঙের খেলা
এই বসন্তে মনের মধ্যে দেয় দোলা।
রঙে রঙে কেউ বা রাধা কেউ বা শ্যাম
দুজনে রঙ আবিরে হয় রাধে শ্যাম।
আকাশে বাতাসে উড়িছে আবির
গোপী রমনী ঘরে কেমনে রয় স্থির।