বসন্তের আনন্দ
শুক্লা রানী দাস
আজি বসন্তে মনের আনন্দে
আছি রং আবিরে ছন্দে ছন্দে
বাতাসে রঙে রঙে রঙ বাহার
গাছের ফুল দেখায় চমৎকার।
আমরা খেলি হোলি দিই তালি
যৌবন জোয়ারে ভেসেই চলি।
আমরা নাচি গাই তালে তালে
যুথে যুথে রংখেলি সবাই মিলে
রঙে রং মিশিয়ে রঙের খেলা
বসন্তে মনের মাঝে দেয় দোলা
রঙে রঙে কেউ রাধাকেউশ্যাম
দুজনে রং আবিরে রাধেশ্যাম।
মাছওয়ালা
শুক্লা রানী দাস
ঊষা হাসে বিহগের গানে
বসুমতী জাগে কলতানে
একে একে সাজে রণসাজে
বাঁক কাঁধে চলে রণমাঝে
জীবন যুদ্ধে দলে দলে।
মাছ বেঘোরে মরে মরে।
আসে দালালের ঘরে ঘরে
মাছ নিয়ে ডাকে ঘরে ঘরে।
পথে পথে হাকে বারে বারে
মাছ রাখবেন দিদি মাছ
রাখবেন দিদি ভালো মাছ।
শীতের দাপট পথে ঘাটে
ধারালো নখ আঁচড় কাটে।
প্রখর রোদ ঝিকিমিকি করে।
মাছের কদর ঘরে ঘরে
জিভ ভিজে লালসার ঝড়ে।