Two Bengali poems by Sukla Rani Das

বসন্তের আনন্দ
শুক্লা রানী দাস
আজি বসন্তে মনের আনন্দে
আছি রং আবিরে ছন্দে ছন্দে
বাতাসে রঙে রঙে রঙ বাহার
গাছের ফুল দেখায় চমৎকার।
আমরা খেলি হোলি দিই তালি
যৌবন জোয়ারে ভেসেই চলি।
আমরা নাচি গাই তালে তালে
যুথে যুথে রংখেলি সবাই মিলে
রঙে রং মিশিয়ে রঙের খেলা
বসন্তে মনের মাঝে দেয় দোলা
রঙে রঙে কেউ রাধাকেউশ্যাম
দুজনে রং আবিরে রাধেশ্যাম।

মাছওয়ালা
শুক্লা রানী দাস
ঊষা হাসে বিহগের গানে
বসুমতী জাগে কলতানে
একে একে সাজে রণসাজে
বাঁক কাঁধে চলে রণমাঝে
জীবন যুদ্ধে দলে দলে।
মাছ বেঘোরে মরে মরে।
আসে দালালের ঘরে ঘরে
মাছ নিয়ে ডাকে ঘরে ঘরে।
পথে পথে হাকে বারে বারে
মাছ রাখবেন দিদি মাছ
রাখবেন দিদি ভালো মাছ।
শীতের দাপট পথে ঘাটে
ধারালো নখ আঁচড় কাটে।
প্রখর রোদ ঝিকিমিকি করে।
মাছের কদর ঘরে ঘরে
জিভ ভিজে লালসার ঝড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

X